Milon Sabbasachee
তার লেখা কবিতা, প্রবন্ধ, গল্প ও গবেষনামূলক লেখা ইতিমধ্যে বহু পত্র পত্রিকা, অনলাইন জার্নাল ও বইয়ে প্রকাশিত হয়েছে এবং পাঠক সমাদৃত হয়েছে।
কবিতার প্রতি তার অঘাত প্রেম। তার জীবনের প্রতিটি মুহুর্থ যেন কবিতার লাইনে আটকে আছে। কবিতার অমৃত সুধা পানে তার পুরা জীবনটা উৎসর্গ করে দিয়েছেন।
কবি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ইসলামিক চিন্তা চেনতা ও স্বদেশ প্রেম অন্তরের গভীরে লালন ও ধারণ করেন। তার লেখার মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে।